বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যৌন হয়রানির অভিযোগ ॥ ঢাবির তিন ছাত্রকে পুলিশে দিলো প্রশাসন

যৌন হয়রানির অভিযোগ ॥ ঢাবির তিন ছাত্রকে পুলিশে দিলো প্রশাসন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিন ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাদের শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- অমর একুশে হলের প্রথম বর্ষের শিক্ষার্থী রাতুল হাসান নাঈম, আমিরুল ইসলাম এবং নাজমুল সাকিব।

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, রাত সোয়া একটার দিকে রোকেয়া হলের এক ছাত্রী এবং তার দুই সহপাঠী টিএসসির পায়রা চত্বরে বসে গল্প করছিলেন। টহল দেওয়ার সময় দেখতে পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের চলে যেতে বলা হয়।

এর কিছুক্ষণ পরে দুই যুবক এসে ওই ছাত্রীর কাপড় ধরে টান দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এ সময় ওই তিনজন মাদকাসক্ত ছিলেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই ছাত্রী গভীর রাতে ঘটনাস্থলে কী জন্য এসেছিল তাও খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় ওই ছাত্রী শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, যৌন হয়রানির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম