বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ডেটিং সম্পর্কের প্রয়োজনে স্বাভাবিকভাবেই আসতে পারে। কিন্তু এ ডেটিং কিছু আচরণ বা কাজের কারণে সহজেই ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এ লেখায় তেমন পাঁচ বিষয় উল্লেখ করা হলো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. অমনোযোগী
ডেটিংয়ে গিয়ে আপনি যদি তার প্রতি মনোযোগ না দেন তাহলে তা স্বভাবতই ডেটিংয়ের মূল উদ্দেশ্য নষ্ট করবে। মোবাইল ফোন নিয়ে অন্য কারো সঙ্গে কথাবার্তা বলা, মেসেজ পাঠানো কিংবা শুধুই মোবাইল নিয়ে নাড়াচাড়া করা বন্ধ করতে হবে। অন্যথায় ডেটিংয়ের মূল উদ্দেশ্যই নষ্ট হবে।
২. বন্ধুদের নিয়ে বাড়াবাড়ি নয়
ধরুন আপনি একজনের সঙ্গে ডেটিং করতে যাচ্ছেন। তা যদি সব বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তাহলে তা এক পর্যায়ে উভয়ের জন্যই বিব্রতকর হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে ডেটিং ডেটিংয়ের মতোই রাখুন। বহু বন্ধু-বান্ধব নিয়ে বাড়াবাড়ি করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা।
৩. ধূমপানে সর্বনাশ
ধূমপান শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এটি সম্পর্কও নষ্ট করে। কোনো মেয়ে যদি ধূমপান করে তাহলে তা পুরুষদের তার প্রতি নিরুৎসাহিত করে। অন্যদিকে ধূমপায়ী পুরুষদেরও নারীরা পছন্দ করে না। বিশেষ করে সঙ্গীটি যদি হয় অধূমপায়ী তাহলে তা সমস্যা প্রবল করে দেয়।
৪. সবকিছু ত্যাগ নয়
সম্পর্কের বিনিময়ে সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত আশা করা ঠিক নয়। যদি আপনি আশা করেন আপনার সঙ্গে যে সম্পর্ক রাখবে, সে তার সব বন্ধু-বান্ধবকে ত্যাগ করবে তাহলে তা অবাস্তব হবে। এটা অপরিপক্কতার পরিচয়। সঙ্গীকে একজন স্বাভাবিক সামাজিক মানুষ হিসেবেই চলতে দিতে হবে। অন্যথায় সম্পর্ক ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
৫. ব্যাংক ব্যালেন্সের সন্ধান
টাকাই সবকিছু নয়। প্রথম ডেটিংয়েই আপনার সম্ভাব্য সঙ্গীর আর্থিক অবস্থা বোঝার জন্য চেষ্টা করা উচিত নয়। এ সম্পর্কে কোনো প্রশ্ন করলে তা হিতে বিপরীত হতে পারে।