বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যুবরাজ-মনীষা একই লড়াইয়ে

যুবরাজ-মনীষা একই লড়াইয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ‘আমরা যদি পারি, আপনিও পারবেন’- এই স্লোগান সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে একই কাতারে দাঁড়ালেন দুই ক্যান্সারজয়ী- ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং ও অভিনেত্রী মনীষা কৈরালা। যুবরাজ-মনীষা দুই মেরুর দুই তারকা। একজন ক্রিকেটার আর অন্যজন রূপালী পর্দার অভিনেত্রী। কিন্তু একটা জায়গায় দু’জনের মধ্যে বেদনাদায়ক মিল। দু’জনই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আবার দু’জনই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। মঙ্গলবার কলকাতায় ‘প্রগতি ক্যান্সার মিথস অ্যান্ড রিয়েলিটি’ কর্তৃক পাঁচতারা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জনগণকে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতায় উদ্বুদ্ধ করলেন এই দুই তারকা। জানালেন নিজেদের কঠিন সময় পার করার অভিজ্ঞতার কথা। সেখানে ‘ক্যান্সার হলে আর রা নেই’ বলে মানুষের মধ্যকার ধারণাকে উড়িয়ে দিলেন। অনুষ্ঠানে যুবরাজ বলেন, ‘ক্যান্সার এমনই একটা রোগ যার সঙ্গে কেবল লড়াই করে যেতে হবে। কোন পর্যায়ে সেটা ধরা পড়লো সেটা কোন ব্যাপার নয়। আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে।’ শেষে তিনি বলেন. ‘যুবি পারলে, আপনিও পারবেন।’ অন্যদিকে মনীষা নিজেকে ক্যান্সার থেকে বেঁচে ফেরা রোগী বলতে নারাজ। তিনি মনে করেন ক্যান্সারের বিরুদ্ধে তিনি এক লড়াকু সৈনিক। বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘সৈনিকের মনোভাব নিয়েই আপনাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে হবে। যোদ্ধার সাহস দিয়েই আপনাকে তার মোকবিলা করতে হবে। আমি এভাবেই লড়ে সফল হয়েছি।’ অনুষ্ঠানে মনীষাকে নিজের আত্মজীবনীমূলক বই ‘দ্য টেস্ট অব মাই লাইফ’ উপহার দিয়েছেন যুবরাজ। ২০১১ সাল থেকে টানা এক বছর ক্যান্সারের সঙ্গে তার যুদ্ধের কাহিনী রয়েছে বইটিতে।