শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > যুদ্ধাপরাধীদের ফেরাতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়েছে: ওবায়দুল কাদের

যুদ্ধাপরাধীদের ফেরাতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়েছে: ওবায়দুল কাদের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বিদেশে পালাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনাতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পাতিবার/১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও কলঙ্কের দিন উল্লেখ করে ওবায়াদুল কাদের বলেন, যুদ্ধপরাধীরা মৃত্যুদণ্ড পেলেও তা কার্যকর হয়নি। তারা বিদেশে পালিয়ে আছে। তাদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের।