শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনাল ম্যাগাজিনে বাংলাদেশের ট্রাইব্যুনাল

যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনাল ম্যাগাজিনে বাংলাদেশের ট্রাইব্যুনাল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: যুদ্ধাপরাধের বিচারে গঠিত যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনালের ম্যাগাজিনে উঠে এসেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা। ম্যাগাজিনটির এক নিবন্ধে এ দেশের ট্রাইব্যুনালে চলমান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ তুলে ধরেছেন সে দেশের যুদ্ধাপরাধ আদালতের এক বিচারপতি।

বাংলাদেশের ট্রাইব্যুনাল প্রসঙ্গ এই প্রথমবারের মতো এ ধরনের ম্যাগাজিনে এলো এবং এটিকে যুদ্ধাপরাধের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক সমর্থন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আজ থেকে প্রায় ২২ বছর আগে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত হয় যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনালটি। সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের শাসনামলে গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের দায়ে যারা যুদ্ধাপরাধ করেছেন তাদের বিচারে এ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এটি আনুষ্ঠানিকভাবে ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার যুগোস্লাভিয়া (আইসিটিওয়াই)’ নামে পরিচিত।

১৯৯৩ সালের ২৫ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৮২৭নং প্রস্তাব অনুমোদনের মাধ্যমে এ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের ‘ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল’ গঠনের ঘটনাও এটাই প্রথম।

১১ সদস্যবিশিষ্ট সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে উদ্বোধন করা হয়। ট্রাইব্যুনালটি দু’টি ট্রায়াল চেম্বার, একটি আপিল চেম্বার, প্রসিকিউটর ও রেজিস্ট্রি নিয়ে গঠিত হয়েছিল।

আইসিটিওয়াই’র ২০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশিত হয়। ম্যাগাজিনের নিবন্ধে বলা হয়, ‘একইভাবে যুক্তরাজ্যে আন্তর্জাতিক অপরাধ নিয়ে কাজ করার সময় সংবিধি অনুসারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতগুলোর সিদ্ধান্ত বিবেচনায় নিতে ইউকে’র আদালতগুলোকে সুপারিশ করা হয়। উদাহরণত: তবে বাংলাদেশের ট্রাইব্যুনাল যুগোস্লাভিয়া আইন-দর্শনের আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যাপক ব্যবহার করেছে’।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১২ সালের ২২ মার্চ আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ দু’টি ট্রাইব্যুনাল এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ২১টি মামলার রায় দিয়েছেন।

এ ট্রাইব্যুনাল গঠনের পর সরকারের বিরোধীপক্ষ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের নয় বলে দাবি করে আসছিলো। কিন্তু সরকার এ দাবি নাকচ করে দিয়ে বলছে, দেশীয় আইনে এটি একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল। সম্প্রতি এর প্রমাণও মিলেছে যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনাল ম্যাগাজিনে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম