রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক

যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করেছে তালেবান। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে এই বৈঠক হয় বলে জানান এক তালেবান নেতা।

এই বৈঠককে খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। জঙ্গি সংগঠনটির সাথে সরাসরি আলোচনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন নির্দেশনা দেয়ার পর ওই বৈঠকের খবর সামনে এলো।

তালেবানরা বরাবরই দাবি করে এসেছে, তারা শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক।

তালেবানের ব্যাপারে ওয়াশিংটনের নীতির যে পরিবর্তন হচ্ছে এই আলোচনা তারই প্রমাণ। কাতারে এই বৈঠকের বিষয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।