শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় অ্যালিকোটে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় অ্যালিকোটে জরুরি অবস্থা ঘোষণা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের হোয়ার্ড কাউন্টির অন্তর্গত অ্যালিকোট সিটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারী বর্ষণের ফলে শহরটি প্লাবিত হয়েছে বলে শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এটি গত ২বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা যা ২০১৬সালের ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বাল্টিমোর সান।

রোববার প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ল্যারি হোগান নামে একজন মুখপাত্র। অ্যালিকোটের রাস্তাগুলো প্লাবিত হয়ে নদীর রুপ নিয়েছে। পানির শ্রোতে ভেসেগিয়েছে রাস্তার পাশে থাকা দোকান-পাট ও গাড়িগুলো। কয়েক দফা ঝড়ের দরুন শহরটি ধ্বংস স্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। শহরের বাড়িগুলো অন্তত ২ঘন্টা পর্যন্ত পানিতে ডুবে ছিল। প্রায় প্রত্যেক বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠে গিয়েছিল।

উল্লেখ্য, শহরটিতে গত ২০১৬সালে আরো একটি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারের বন্যার ভয়াবহতা প্রায় ১হাজার বছরের ইতিহাস ভঙ্গ করেছে। শহরটি এমন বন্যা এর আগে আরো ২বার প্রত্যক্ষ করেছে তার একটি হয়েছিল ২০১৬সালে তখন শহরের বাসিন্দারা বিভিন্ন হোটেলে ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল। ইয়ন নিউজ