আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রে ঝড়-ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে শক্তিশালী ঝড় বয়ে গেছে। খবর বিবিসির।
আলাবামা, লুইসিয়ানা এবং টেক্সাস অঙ্গরাজ্যে ঝড়-বৃষ্টিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এসব এলাকায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে আকস্মিক বন্যায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
টর্নেডো আঘাত হানবে বলে শনিবার সতর্কতা জারি করা হয়। এর মধ্যে আলাবামা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। শনিবার শিকাগোর প্রধান দুই বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করা হয়।
লুইসিয়ানায় স্থানীয় সময় শুক্রবার এক দম্পতির মৃত্যু হয়েছে। এছাড়া গাছের নিচে চাপা পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আলাবামায় তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার টেক্সাসে একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।