আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে গত শুক্রবার রাতে আঘাত হানে হারিকেন হারভি। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার টেক্সাসের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
চার মাত্রার এ ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হয়। সেখানে ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বলা হচ্ছে যে হারিকেন হারভি এক যুগের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে বড় ঘূর্ণিঝড়।
এই ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেলশিল্পাঞ্চল থরপুস ক্রিস্টির কাছের ছোট শহর রকপোর্টে ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে সেখানে তেল উৎপাদন এখন বন্ধ রয়েছে।
গতকাল ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, প্রথম ভূমিধসের কয়েক ঘণ্টা পরই রকপোর্টের উত্তরে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যকে ‘প্রধান দুর্যোগ’ এলাকা ঘোষণা করার আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।