শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসের প্রতিকৃতি

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ড. ইউনূসের প্রতিকৃতি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
শান্তিতে নোবলে জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভ্যান্ডারবিল্ট কমিউনিটির যেসব সদস্য ওই বিশ্ববিদ্যালয়ে এবং সার্বিকভাবে সমাজে তাদের অবদানের জন্য বিখ্যাত, তাদের স্মরণীয় করার উদ্যোগ হিসেবে এরকম প্রতিকৃতি স্থাপন করা হয়। ক্ষুদ্রঋণের উদ্যোক্তা প্রফেসর ইউনূসের প্রতিকৃতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কার্কল্যান্ড হলে প্রদর্শিত হবে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। ইউনূস সেন্টার জানায়, এ পর্বে প্রতিকৃতির জন্য বিশ্ববিদ্যালয় পাঁচজনকে বাছাই করেছে, যাদের মধ্যে প্রফেসর ইউনূস রয়েছেন। প্রফেসর ইউনূস ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সর্বপ্রথম ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অ্যালামনাস পুরস্কার এবং ২০০৭ সালে এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা ‘নিকলস-চ্যান্সেলর মেডেল’-এ ভূষিত হন।