শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের প্রত্যয়ন: ইরান পরমাণু চুক্তি মেনে চলছে

যুক্তরাষ্ট্রের প্রত্যয়ন: ইরান পরমাণু চুক্তি মেনে চলছে

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত সোমবার কংগ্রেসকে জানিয়েছে যে, ইরান যুক্তরাষ্ট্র ও অন্যান্য পরশক্তির সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির শর্তাবলী এখনও মেনে চলছে।

তবে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন যে, ইরানের পক্ষে দেয়া ওই সাক্ষ্য আসলে নিতান্ত অনিচ্ছার সঙ্গেই দেয়া হয়েছে এবং পরমাণু কর্মসূচির বাইরে ইরানের চলমান মারাত্মক কর্মকা- যেমন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং সন্ত্রাসবাদে সমর্থনের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করতে চান।

একজন কর্মকর্তা বলেন, পরমাণু চুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্থিতিশীলতা অর্জনের যে সদিচ্ছার প্রকাশ ঘটেছে ইরানের তৎপরতা সেটিকে চরমভাবে ক্ষুণœ করছে। তিনি বলেন, জেসিপিওএর চেতনা থেকে ইরান প্রশ্নাতীতভাবেই বিচ্যুত। উল্লেখ্য, বহু বছর ধরে আলোচনার পর ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি কার্যকর হয়।

ইরান পরমাণু চুক্তি মেনে চলছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা এবং চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ প্রত্যয়ন করায় ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে দেয়া সাক্ষ্যে কোনওরকম কূটচালের আশ্রয় নেয়ার সুযোগ পায়নি। ৯০দিন পর পর মার্কিন প্রশাসনকে কংগ্রেসের কাছে ওই চুক্তির মূল্যায়ন তুলে ধরতে হয়।

এর আগে গত এপ্রিলে যে মূল্যায়ন তুলে ধরা হয় তার পরই ট্রাম্প প্রশাসন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভূমিকা রাখার অজুহাতে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। পরমাণু চুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।

সূত্র: ওয়াশিংটন পোস্ট