বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের দামাক রিয়েল এস্টেট প্রকল্পে খরচ দেড়শ’ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের দামাক রিয়েল এস্টেট প্রকল্পে খরচ দেড়শ’ কোটি ডলার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্টারন্যাশনাল গলফ কোর্সের কাছেই এ রিয়েল এস্টেট প্রকল্পটির ডিজাইন করেছেন বিশ্বসেরা গলফার টাইগার উডস। প্রকল্পটি ৫৫ মিলিয়ন বর্গফুট জুড়ে গড়ে তোলার পর এবছরের শেষ নাগাদ মালিকদের কাছে তা বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দামাক’স আকোয়া অক্সিজেন’ এবং এ প্রকল্পের খরচ দাঁড়াচ্ছে দেড় বিলিয়ন মার্কিন ডলার।

চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ প্রকল্পে সড়ক ও অবকাঠামো গড়ে তুলছে। ১৬২৩টি ভিলা তৈরি হচ্ছে সেখানে। সড়ক ও অবকাঠামো তৈরিতে খরচ হয়েছে ২০ মিলিয়ন ডলার। দামাক প্রপার্টিজের জেনারেল ম্যানেজার অব অপারেশন আলী সাজওয়ানি জানিয়েছেন এসব তথ্য।