শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যুক্তরাষ্ট্রগামীদের ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে

যুক্তরাষ্ট্রগামীদের ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: যুক্তরাষ্ট্রগামীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নতুন ওয়েবসাইট ও কলসেন্টারের মাধ্যমে আবেদনকারীরা বাংলা ও ইংরেজি ভাষায় আবেদন করতে পারবেন।

সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলায় হয়, িি.িটঝঞৎধাবষউড়পং.পড়স/নফ ওয়েবসাইটটি ব্যবহার করে আগের চেয়ে সহজ উপায়ে সাক্ষাৎকারের সময়সূচি, ভিসা ফি সংগ্রহ এবং ভিসা গ্রহণ সংক্রান্ত যাবতীয় সুবিধা পাবে। একই স্থান থেকে আবেদনকারীকে তথ্য প্রদান করা হবে যা ভিসার জন্য আবেদন প্রক্রিয়াকে সহজতর করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ওয়েবসাইট ও নতুন কল সেন্টারের সহায়তায় বাংলা ও ইরেজিতে এক জায়গা থেকে তথ্য প্রদান করা হবে যা ভিসার জন্য আবেদন প্রক্রিয়াকে সহজতর করবে। পূর্বে, আবেদনকারীরা অনলাইনে আবেদন করতেন, তবে স্বশরীরে গিয়ে সাক্ষাৎকারের সময়সূচি সাইমন ওভারসিজের কাছ থেকে জেনে আসতে হতো। যদিও সাইমন এখনও দূতাবাসের অংশীদার এবং কাগজপত্র জমা নেবে এবং পাসপোর্ট ফেরত দেবে, তথাপি আবেদনকারীরা এখন সাক্ষাৎকারের সময়সূচি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। আবেদনকারীরা এখন ব্যক্তি পর্যায়ে বা দলগতভাবে সাক্ষাৎকার সূচির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনা এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ও প্রচলিত সচরাচর প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন। এই সমস্ত তথ্য ভালোভাবে বুঝতে কল সেন্টারে গ্রাহক সেবা প্রদানকারীদের সঙ্গে আবেদনকারীরা বাংলা ও ইংরেজিতে কথা বলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে আবেদনকারীরা সহজে তাদের ভিসা ফি প্রদান করতে পারবেন। ভিসা আবেদনপত্র পূর্ণ করে সাক্ষাৎকারের সময়সূচি পাওয়ার পর তারা এইচএসবিসি ব্যাংকের ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম শাখায় জমা দিতে পারবেন। আবেদনকারীরা ডলার বা টাকায় ফি জমা দিতে পারবেন এবং এক বছর মেয়াদী টাকা জমার রশিদ পাবেন।

দূতাবাস জানায়, গত ৩১ আগস্ট থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর ফি’র রশিদ দিচ্ছে না। তবে যে আবেদনকারীরা এক বছরেরও কম সময় আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ নিয়েছেন তারা সেই রশিদ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এইচএসবিসি যে ব্যাংকই হোক ভিসা ফি’র রশিদের মেয়াদ এক বছর পর্যন্ত বহাল থাকবে।

ঢাকার বাইরের আবেদনকারীদের জন্য সাইমনে কাগজপত্র জমা দেওয়ার ও ভিসা গ্রহণের সেবা বর্ধিত করেছে দূতাবাস। আবেদনকারীরা এখন ঢাকা সাইমন ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে সাইমনের শাখা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম