শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > যারা পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা করছে

যারা পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা করছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারাই আজ পরিকল্পিতভাবে মানুষকে কুপিয়ে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এরা গুপ্ত হত্যাকারী। এদের টার্গেট মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী। এদের শিগগিরই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলছে, দারিদ্র্যের হার কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, তখন এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করাই এদের লক্ষ্য।

বুধবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের উন্নয়নে ফার্স্ট ট্র্যাক প্রকল্পগুলোর মনিটরিং কমিটির ৪র্থ সভায় দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, অশুভ শক্তি যতই চেষ্টা করুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

১০টি প্রধান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।