বাংলাভূমি২৪ ডেস্ক ॥
যশোরের শার্শায় বিপ্লব হোসেন (২০) নামে এক ছাত্রলীগকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
বিপ্লব শার্শার উলাশি ইউনিয়নের জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নাভরণ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বিপ্লব বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন গ্রুপের জিরানগাছা গ্রামের হাসান মেম্বারের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে মাটিকুমড়া গ্রামে ধর্মীয় সভা শুনতে যান বিপ্লব। এসময় হাসান মেম্বার ও তার লোকজনের সঙ্গে বিপ্লবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বিপ্লবকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে। এঘটনা দলীয় নেতাকর্মীরা জানলে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজারে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আটকে যায় শতাধিক যানবাহন।
উপেজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন বলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। দ্রুত হত্যাকারীদের আটক না করা হলে ছাত্রলীগ অন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।