শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ময়মনসিংহ: দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার ফলে প্রায় ৬ ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (০৭ মার্চ) বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়া ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় আটকা পড়া বেশ কয়েকটি ট্রেনও ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ এ তথ্য জানান।

এর আগে সকাল ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী বাইপাস রেলগেট এলাকায় ঢাকাগামী মেইল ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ট্রাক চালক ও হেলপার। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ট্রাকটি রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।