স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের লাশ শুক্রবার সকালে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী। তিনি বলেন, গোলাম আযমের লাশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রাতের মধ্যেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হবে। ময়নাতদন্ত করা হবে শুক্রবার সকালে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের পরিচালক আব্দুল মজিদ ভুইয়া বলেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে, রাতেই তারা গোলাম আযমের লাশ এখান থেকে নিয়ে যাবেন।
এদিকে গোলাম আযমের স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তরের আবেদন গ্রহণ করেনি ঢাকা জেলা প্রশাসন (ডিসি অফিস)। গোলাম আযমের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন অনেক রাত। লাশ ময়নাতদন্ত করা হবে কী হবে না তা কাল (শুক্রবার) সকালে জানানো হবে।
গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আযমী এর আগে বলেন, আমার বাবার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তাই তার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এজন্য ডিসি অফিস বরাবর আবেদন করার কথা বলেন তিনি।
এদিকে সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, ময়নাতদন্ত ছাড়া গোলাম আযমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে ঝুঁকি নিতে চায় না সরকার। কারণ, পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠতে পারে গোলাম আযমের মৃত্যু অস্বাভাবিকভাবে বা নির্যাতনের কারণে হয়েছে। তাই ময়নাতদন্তের মাধ্যমেই লাশ হস্তান্তর করতে চায় সরকার।