স্পোর্টস ডেস্ক ॥ বার্লিন: গ্রুপ ‘ডি’ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার জার্মানির মাঠে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এলিয়েঞ্জ এরেনায় পিছিয়ে থেকেও ৩-২ গোলের দারুণ জয় পেল ম্যানসিটি। কিন্তু শীর্ষস্থান দখল করার জন্য সেটা যথেষ্ট ছিল না।
দুদলই ১৫ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে আগের ম্যাচে ভালো অবস্থানে থাকায় শীর্ষে বায়ার্ন।
গ্রুপের অন্য ম্যাচে সিএসকেএ মস্কোকে ১-২ গোলে হারিয়ে ইউরোপা লিগে জায়গা করে নিল ভিক্টোরিয়া প্লজেন। আর রাশিয়ান দলটি ছিটকে গেল ইউরোপীয় প্রতিদ্বন্দ্বিতা থেকে।
শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখেছিল বায়ার্ন। প্রথম ১২ মিনিটেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। পঞ্চম মিনিটে থমাস মুলারের পর ব্যবধান দ্বিগুণ করেন মারিও গোৎজে। ২৮ মিনিটে ডেভিড সিলভার গোলে ম্যানসিটি ম্যাচে ফেরার আগে বায়ার্নও বেশ কয়েকটি সুযোগ মিস করে। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে আলেক্সান্দার কোলারোভ পেনাল্টি থেকে সমতা ফেরান। তিন মিনিট পরই স্বাগতিক রক্ষণভাগে ভুলকে পুঁজি করে জেমস মিলনার করেন জয়সূচক গোল।
মিলনার বলেন,‘ভয়ানক শুরু হয়েছিল। কিন্তু আমরাও গোল পরিশোধ করেছি।’
কোচ পেপ গার্দিওলার সঙ্গে এনিয়ে ১০ম বারে প্রথম জয় পেল ম্যানসিটি কোচের দায়িত্বে থাকা ম্যানুয়েল পেল্লেগ্রিনি। আর জার্মানি সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-২ গোলের হার বাদে মৌসুমের প্রথম ম্যাচে পরাজিত হলো বায়ার্ন।