শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ম্যানইউয়ে সানচেজ, আর্সেনালে মিখিতারিয়ান

ম্যানইউয়ে সানচেজ, আর্সেনালে মিখিতারিয়ান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল আর্সেনাল ছাড়ছেন তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। সম্ভাব্য গন্তব্য ছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঝপথে হঠাৎ করেই আবির্ভাব হয় সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। আর এসেই বাজিমাত করলো দলটি। চিলির এই তারকা স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে তারা।

সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে সানচেজের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। চুক্তির অংশ হিসেবে তার বিনিময়ে হেনরিখ মিখিতারিয়ানকে পেয়েছে আর্সেন ওঙ্গারের দল।

আর্সেনাল ছেড়ে ৪ বছরের জন্য ম্যানইউর সঙ্গে যুক্ত হয়েছেন সানচেজ। চিলির এই খেলোয়াড় সাত নম্বর জার্সি পরে খেলবেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন পাবেন এই তারকা।

এদিকে ২০১৪ সালের জুলাইয়ে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেন সানচেজ। ক্লাবটির হয়ে মোট ৮০ গোল করেন সানচেজ। দুটি এফএ কাপসহ জিতেছেন মোট তিনটি শিরোপা।

অন্যদিকে ২০১৬ সালের জুলাইয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে যোগ দেওয়া মিখিতারিয়ান রেড ডেভিলদের হয়ে মোট ৬৩ ম্যাচে ১৩ গোল করেন। গত মৌসুমের ইউরোপা লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছেন আর্মেনিয়ার এই ফরোয়ার্ড।