বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নিউইয়র্কের ম্যাডিসনে তৈরি করা হয়েছে ‘আরাম ঘর’। আরাম ঘরে মানুষিক চাপ কমানোর জন্য লোকজন আসে। আর এই ঘরে এক ঘণ্টা অবস্থানের জন্য খরচ পড়ে ৬০ ডলার।
গ্রাহকরা একঘণ্টায় অপরিচিতদের সাথে সময় কাটায়, জড়িয়ে ধরে ঘুমায়। সেই ঘরে জড়াজড়ি করার জন্য ৫ জন নারী ও পুরুষ পূর্ণ সময় অবস্থান করে।
এই ঘরের উদ্যোক্তাদের মতে, কিছু সময়ের জন্য কাউকে জড়িয়ে ধরে থাকলে মানুষিক চাপ কমে যায়। তারা বলেন এটা শুধু জড়াজড়ি করার ঘর যা সম্পূর্ণ যৌন সম্পর্ক মুক্ত।
ঘরটিতে আরামদায়ক সোফা, বিছানা, কুশন বালিশ আছে। পুরো ঘরটির পরিবেশ আগত গ্রাহকদের সর্বোচ্চ আরামের নিশ্চয়তা দিবে বলে আশাবাদী এর আয়োজকরা।
নারী ও পুরুষ গ্রাহকরা তাদের পছন্দ মত নিয়োজিত একজন কর্মীকে ঘরের ভিতর জড়িয়ে ধরে থাকতে পারবেন।