শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > মৌলিক কাজের বাইরে র‌্যাব কাজ করতে পারবে না

মৌলিক কাজের বাইরে র‌্যাব কাজ করতে পারবে না

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
কর্মপরিধি কমিয়ে এনেছে র‌্যাব। জঙ্গি দমন সহ সুনির্দিষ্ট সাতটি মৌলিক কোন কাজের বাইরে র‌্যাবকে কোন কাজে অংশ নিতে হবে না । এমনই তথ্য জানিয়েছে র‌্যাবের মিডিয়া পরিচালক এটিএম হাবিবুর রহমান ।

তিনি জানান, এখন থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, টেন্ডারবাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ও পারিবারিক বিরোধ নিয়ে র‌্যাব আর কোনো ধরনের কর্মকাণ্ড চালাবে না। সুনির্দিষ্ট দায়িত্ব-কর্তব্যের প্রতি র‌্যাব এখন থেক বেশি যতœবান হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক।
অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশে যে কোনো ধরনের দায়িত্ব পালন করাই র‌্যাবের মৌলিক কাজ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক