রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মোদিকে হুমকি দিয়ে বিপাকে পাক অভিনেত্রী (ভিডিও)

মোদিকে হুমকি দিয়ে বিপাকে পাক অভিনেত্রী (ভিডিও)

শেয়ার করুন

আর্ন্তজাতিক ডেস্ক ॥

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী রাবি পীরজাদা।

তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাক সরকারই। কুমীর ও সাপ দেখিয়ে মোদিকে হুমকি দিয়েছিলেন এই অভিনেত্রী।

কাশ্মীর ইস্যুতে পাক-ভারত সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের রাজনীতিবিদ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের মধ্যেও।

বিভিন্ন সময় ৩৭০ ধারা বিলোপ করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় মোদি সরকারকে কটাক্ষ করে নানান উষ্ণ বার্তা উচ্চারণ করছেন পাক রাজনীতিবিদরা।

গত ২ সেপ্টেম্বর সেই পালে যুক্ত হন পাকিস্তানি অভিনেত্রী রবি পীরজাদা। তবে একটু ভিন্নভাবে।

সাপ ও কুমীর নিয়ে ভারতীয়দের ওপর আক্রমণের হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন রবি পীরজাদা।

ভিডিওতে দেখা গেছে, হাতে বিশালাকার একটি অজগর নিয়ে দাঁড়িয়ে আছেন এই পাক অভিনেত্রী। তার সামনে টেবিলে রয়েছে একটি ঝুড়ি। সেখান থেকেও বের হয়ে আছে ভয়ঙ্কর কয়েকটি সাপ। এ ছাড়া রয়েছে একটি কুমীরও।

ভিডিওতে তিনি বলছেন, কাশ্মীর থেকে কেন ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সেই অপরাধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপ ও কুমীরগুলো উপহার হিসেবে পাঠাব।

ভারতীয়দের সাবধান করে তিনি বলেন, কাশ্মীরকে কিছুতেই ছিনিয়ে নিতে দেব না আমরা।

পাক অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ ও কুমীরগুলোকে ছেড়ে দিয়ে আসব। ভারতীয়রা নরকে যেতে তৈরি হয়ে যান।

ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়। আর তাতেই বিপদে পড়লেন এই অভিনেত্রী। ভারতের বিপক্ষে বললেই যে সুবিধা মিলবে রাবি পীরজাদার এমন ধারণাই পাল্টে গেল।

একটি পাক সংবাদমাধ্যমের খবর, পাকিস্তানি এই শিল্পীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের বন্য সংরক্ষণ দফতর। স্থানীয় কোর্টে একটি চালানও পেশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে নিয়ম অমান্য করে একটি কুমীর ও বেশ কয়েকটি সাপ নিজের কাছে রেখে দিয়েছেন রাবি পীরজাদা। যা বন্য সংরক্ষণ আইনে অন্যায়।

উল্লেখ্য, পাকিস্তানের বন্য সংরক্ষণ আইনে বাড়িতে সাপ ও কুমীর পোষা নিষিদ্ধ। চাইলেও সাপ ও কুমির পোষার লাইলেন্স দেয়া হয় না কাউকে। সে হিসেবে বন্য সংরক্ষণ আইন ভেঙেছেন পাকিস্তানি এই গায়িকা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, দোষী সাব্যস্ত হলে ২ বছরের জেল হতে পারে রাবি পীরজাদার।