বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মোদিকে স্বাগত জানাবে বিএনপি

মোদিকে স্বাগত জানাবে বিএনপি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশ সফরে এলে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবে বিএনপি।

দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এমনটাই আভাস দিয়েছেন।

তিনি বলেছেন, আগামী ৬ জুন মোদি আসছেন। আমরা তাকে স্বাগত জানাই।

‘ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস’ (১৬ মে) উপলক্ষে সোমবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল মাহবুব এ মন্তব্য করেন।

তিনি বলেন, মোদি সরকার গুরুত্ব অনুধাবন করেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে সীমান্ত সমস্যার সমাধান করেছে।

কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহবুব আরো বলেন, বাংলাদেশের জনগণের প্রতি শ্র্রদ্ধা রেখে মোদি সরকার কাজ করেছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করবো তিনি বাংলাদেশে এসে অবশিষ্ট সমস্যাগুলো সমাধান করবেন।

মাহবুব বলে, ভারত থেকে সরকার চাল আমদানি করছে। আমাদেরতো উদ্বৃত্ত্ব আছে, তাহলে আমদানির দরকার কী। কৃষকরা চালের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

ছিটমহলের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তারা পরিচয়হীন। সীমান্ত চুক্তির ফলে তারা বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছেন, অধিকার ফিরে পাচ্ছেন। ভারতের মানসিক পরিবর্তন হয়েছে, বিষয়টিকে আমরা স্বাগত জানাই।

এতে আরো বক্তব্য রাখেন কৃষক দলের সহ সভাপতি নাজিমুদ্দিন, সাংবাদিক নাজমুল হক নান্নু প্রমুখ।