সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মেসিহীন বার্সার কষ্টার্জিত প্রতিশোধ

মেসিহীন বার্সার কষ্টার্জিত প্রতিশোধ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ গত মওসুমে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটিশ কাবটির বিপে লজ্জাজনক হার মেনেছিল বার্সেলোনা। এবার মেসিকে ছাড়া সেই হতাশা কাটানোর মিশন ছিল তাদের। ভরসা ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চেষ্টার কমতি করেননি সান্তোসের সাবেক তারকা। তবে প্রথমার্ধ গোলশূন্য হলে প্রতিশোধ নেয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল বার্সা। কিন্তু সেলটিক অধিনায়ক স্কট ব্রাউন লাল কার্ড দেখলে ভাগ্য ফেরে স্প্যানিশ জায়ান্টদের। দশজনের দলটির বিপে ১-০ গোলে জয়ের দেখা পায় বার্সা। ৫৯ মিনিটে স্কট ব্রাউন নেইমারকে লাথি মেরে বহিস্কৃত হলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সুযোগটি কাজে লাগিয়ে ৭৫ মিনিটে বদলি সানচেজের ক্রস থেকে একমাত্র গোলটি করেন সেস ফেব্রিগাস। এই জয়ে ‘এইচ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। উদ্বোধনী ম্যাচে তারা আয়াক্সকে ৪-১ গোলে উড়িয়ে দেয়।
মঙ্গলবার রাতে সেলটিক পার্কে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের প্রথমার্ধে স্বাগতিকদের ওপর ভীষণ চাপ তৈরি করে বার্সা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় বেশির ভাগ সময় নিজেদের পায়ে বল রেখেও গোল পায়নি অতিথিরা। ম্যাচের ৪১ মিনিটে পরিষ্কার একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দানি আলভেজের ক্রস থেকে ব্রাজিল তারকার শট অল্পের জন্য ল্যভ্রষ্ট হয়। আগের ম্যাচে সান সিরোয় ইতালিয়ান পরাশক্তি এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে আসা সেলটিক প্রথমার্ধে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অতিথিদের দুর্গে হানা দিতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৭৪ মিনিটে অনুজ্জ্বল পেদ্রোর বদলি হিসেবে নেমে আলেক্সিস সানচেস দু’মিনিটের মাথায় অতিথিদের গোলের সুবর্ণ সুযোগটি তৈরি করে দেন। নেইমার ঘিরে থাকা ডিফেন্ডারদের মাঝ দিয়ে বল বাড়ান ডান দিক থেকে আগুয়ান চিলির এই স্ট্রাইকারের দিকে। তার নিখুঁত ক্রস থেকে হেডে গোলরক ফ্রেসার ফ্রস্টারকে পরাস্ত করেন ফ্যাব্রিগাস।
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবার সুযোগ পেয়েছিলেন আলমেরিয়ার বিপে লা লিগার সর্বশেষ ম্যাচে দর্শক হয়ে থাকা নেইমার। কিন্তু আবারো ব্রাজিল তারকাকে হতাশ করেন স্বাগতিক গোলরক। মেসির হ্যাটট্রিকের সুবাদে চ্যাম্পিয়ন্স লীগের আগের ম্যাচে আয়াক্স আমস্টারডামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে তারা। সমান খেলায় পয়েন্টশূন্য সেলটিক রয়েছে চার নম্বরে।