শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > মেসির ৫০০

মেসির ৫০০

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। রোববার স্প্যানিশ লা-লিগায় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। এর মাধ্যমে কাতালানের ক্লাবটির হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ক্লাবটির হয়ে সর্বাধিক গোলের রেকর্ড এটি। ২০০৪ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হওয়ার পর ৫৩২ ম্যাচে এই গোল করেছেন তিনি। বার্সেলোনার হয়ে গোলে তার ধারেকাছেও নেই কেউ। ২৩২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সিজার। স্প্যানিশ এ ফরোয়ার্ড কাতালানের ক্লাবটির হয়ে ১৯৪২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত খেলেন। মেসির ৫০০ গোলের মধ্যে লা-লিগায় ৩৪৩, এল ক্লাসিকোয় ২৩ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এসেছে ৯৪ গোল। এতে ক্লাব ক্যারিয়ারে মেসির মোট গোল এখন ৭৪৯ ম্যাচে ৫৮৫। মোট গোলে তার ওপরে আছেন রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৮৪ ম্যাচে তার মোট গোল ৬০৭।