শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘মেসির সমালোচনা অগ্রহণযোগ্য’

‘মেসির সমালোচনা অগ্রহণযোগ্য’

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ কোপা আমেরিকার শুরু থেকে দুর্দান্ত খেলা লিওনেল মেসি ফাইনালে এসে যেন কিছুটা ‘বিবর্ণ’ হয়ে পড়েন। যে কারণে স্বাগতিক চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। ফাইনালে ব্যর্থতার জন্য নানা দিক থেকে সমালোচনায় জর্জরিত হচ্ছেন এলএম টেন। কিন্তু কোচ জেরার্ডো মার্টিনো মেসির পাশে এসে দাঁড়িয়েছেন। আর্জেন্টিনা অধিনায়ক কোপা আমেরিকায় নিজের সেরা খেলাটা খেলেছেন বলে বিশ্বাস মার্টিনোর। মেসির সমালোচনা ‘গ্রহণযোগ্য’ নয় বলে মন্তব্য করেন তিনি।

কোপা আমেরিকায় মাত্র এক গোল করেন লিওনেল মেসি। তাছাড়া ফাইনালে তিনি ‘অনুজ্জ্বল’ হয়ে পড়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকা ম্যাচটি টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আলবিসেলেস্তেরা। যে কারণে সমালোচিত হচ্ছেন এই ক্ষুদে জাদুকর।

সবংংর১তবে মেসির পারফরম্যান্সে হতাশ নন কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে, কোপা আমেরিকায় মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের সেরা খেলাটা খেলেছে। আমি তার সমালোচনা নিয়ে কিছু বলতে চাই না, কেননা এটা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। এই সমালোচনার কোনো ভিত্তি নেই।’

এদিকে অযাচিত সমালোচনার কারণে মেসি তার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানবেন বলে গুঞ্জন উঠে। এমনকি আগামী মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে এলএম টেন খেলবেন না বলে গুঞ্জন উঠে। তবে চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে উঠা ‘গুঞ্জন’ অস্বীকার করলেন জেরার্ডো মার্টিনো।

মার্টিনো বলেন, ‘মেসি সেপ্টেম্বরের মেক্সিকো ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়নি। আগামী সপ্তাহে আমি যখন স্কোয়াড ঘোষণা করবো তখন আপনারা এর সত্যতা দেখতে পারবেন।’

সবংংর২এরপর জাতীয় দলের হয়ে মেসির খেলা-না খেলা নিয়ে তিনি বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে বিশ্বসেরা খেলোয়াড়কে দলে না পাওয়াটা হতাশাজনক ও অবিশ্বাস্য। মেসিকে ছাড়া কেউ জাতীয় দল কল্পনাই করতে পারে না।’