স্পোর্টস ডেস্ক ॥বিখ্যাত ফুটবল ম্যাগাজিন ওয়ার্ল্ড সকারের দৃষ্টিতে বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। সারা বিশ্বের সাংবাদিকদের ভোটে ২০০৮ সালের পর এনিয়ে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন রোনালদো। ভোটে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন যথাক্রমে আর্জেন্টাইন ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি এবং ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের প্লে-মেকার ফ্রাঙ্ক রিবেরি।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে বলা হয়, গত বার মাসে রিয়ালের হয়ে রোনালদোর দুর্দান্ত ফর্ম এবং প্রায় একক প্রচেষ্টায় পর্তুগালকে বিশ্বকাপে তোলার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার। গত নভেম্বরে বিশ্বকাপের প্লে অফে সুইডেনের বিরুদ্ধে দলের চার গোলের চারটিই আসে এই তারকার পা থেকে। সেরা হওয়ার পথে রোনালদো পান ১০৭৫ পয়েন্ট। অন্যদিকে তিনবারের এই পুরস্কার জয়ী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি পান ৯২৬ পয়েন্ট। আর গত মৌসুমে বায়ার্ন মিউনিখের অবিশ্বাস্য ট্রেবল জয়ের কারিগর রিবেরি পান ৮৭০ পয়েন্ট।