সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মেসিকে কিনতে প্রস্তুত ম্যানসিটি

মেসিকে কিনতে প্রস্তুত ম্যানসিটি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: মেসিকে দলে টানতে উঠে পড়ে লেগেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংলিশ গনমাধ্যম জানিয়েছে, বার্সা সুপারস্টারকে পেতে বার্সেলোনাকে প্রায় ১৭ কোটি ইউরোর প্রস্তাব দিতে পারে ম্যানসিটি। সপ্তাহে বেতন কত পাবেন মেসি, তারও ধারণা দেয়া হয়েছে। মেসিকে সপ্তাহে প্রায় ১১ লাখ ইউরো বেতন দিতে প্রস্তুত সিটি শিবির।

কিন্তু কথা হলো, যাকে নিয়ে এত আলোচনা সেই মেসি কি বার্সেলোনা ছাড়বেন? বরাবরই তার পক্ষ থেকে বলা হয়ে আসছে, ন্যু ক্যাম্পেই অবসর নেবেন তিনি। এবার কি তাহলে পাশার দান পাল্টে যাবে?

ইংল্যান্ডের দৈনিক দ্য সান জানিয়েছে, মেসিকে বছরে ৫ কোটি ৬৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেবে সিটি। ইংলিশ ক্লাবটির প্রতিনিধিরা এরই মধ্যে কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে দেখা করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও আগামী মৌসুমেই এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন বলে বিশ্বাস তাদের।

মেসির রিলিজ ক্লজ ২৫ কোটি ইউরো হলেও সিটি কর্মকর্তাদের বিশ্বাস, ১৭ কোটি ইউরোতেই হয়ত বার্সেলোনা তারকাকে পাবে তারা। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাড়ায়, তাই যেন দেখার বিষয়। তবে শুধু মেসি নয়, বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার দিকেও নজর রয়েছে ম্যানসিটির। তাকেও আনতে চাচ্ছে তারা। গার্দিওলা বর্তমানে কাজ করছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

বার্সেলোনা এক সময় গুরু-শিষ্যের ভূমিকায় থাকা মেসি-গার্দিওলার অভিষেক কি হবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে?