স্পোর্টস ডেস্ক ॥
নেইমারের বার্সেলোনা ছাড়া প্রায় নিশ্চিত। রেকর্ড পরিমাণ অর্থে তার গন্তব্য ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অনেকেই মনে করছেন, বার্সেলোনার জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন নেইমার। সেটা ছিল মিয়ামিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষের এল ক্লাসিকো। ম্যাচটি বার্সেলোনা জেতে ৩-২ গোলে। ওই ম্যাচের পর ভবিষ্যতের জন্য নেইমারের শুভকামনা জানান রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। মজা করে বলেন, ‘নেইমাররে বিপক্ষে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললাম। প্রতিপক্ষের একজন কঠিন খেলোয়াড়কে আর হয়তো সামলাতে হবে না।’ আর এবার জানা গেলো আরো চটকদার খবর। বার্সেলোনার তারকা লিওনেল মেসিও নাকি নেইমারকে বিদায় দিয়ে শুভকামনা জানিয়েছেন। স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় নেইমারের রোমাঞ্চকর ফরাসি লীগ ওয়ানে অভিযান যেন সফল হয় সে কামনা করেছেন মেসি। এবং নেইমারের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন। নেইমারও নাকি মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে স্প্যানিশ লা-লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসও নেইমারের বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। ব্রাজিলের এ স্ট্রাইকার বার্সেলোনা ছেড়ে দিলে লা-লিগার খুব একটা অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তেবাস বলেন, ‘লা-লিগা ও বার্সেলোনা নেইমারের চেয়ে বড়। সে এখন থেকে চলে গেলে আমি খুব বেশি দুশ্চিন্তা করবো না। তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি চলে গেলে আমি অনেক বেশি চিন্তা করবো।’