শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মতবিনিময় সভা

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মতবিনিময় সভা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় সরকারী বেসরকারী ক্লিনিক ডায়াগনস্টিকস ওনার এসোসিয়েশনের সদস্যদের নিয়ে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম সভাপতির বক্তব্যে বলেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ঝুকিপূর্ণ বিষয় গুলোর বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি সুষ্ঠ ব্যবস্থাপনায় অবশ্য করণীয় দিক গুলো পরিবহন ব্যবস্থাপনায় ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডকে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ভেদে মেডিকেল কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য ৮টি জোনে বিভক্ত করে স্বাস্থ্য সেবার আশ্বাস দেন।


সোমবার সকালে নগর ভবন সম্মেলন কক্ষে গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ও মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম সোহরাব হোসেন, জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ, মহানগর বেসরকারী ডায়াগনস্টিকস ওনার এসোসিয়েশনের সভাপতি মোঃ কাজীমদ্দিন কাজী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রহমান, জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শিকদার প্রমুখ।