শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মেক্সিকোতে প্লাস্টিকের ব্যাগে ২৯ মরদেহ

মেক্সিকোতে প্লাস্টিকের ব্যাগে ২৯ মরদেহ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

একশোর বেশি পলিথিনের ব্যাগে ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চলীয় জেলিসকো রাজ্যে বহুদিন ধরেই সহিংসতা চলছে। সেখানকারই একটি গোপন কবর থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।

চলতি বছরের প্রথম অর্ধেক সময়ে মেক্সিকোতে হত্যাকাণ্ডের ঘটনা এতটাই বেড়েছে যে আগের সব রেকর্ড ভেঙেছে। গত বছর দেশটিতে ২৯ হাজার ১১১টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে।

জেলিসকোর অ্যাটর্নি জেনারেল গেরারদো সোলিস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তদন্তকারীরা ১৩টি পূর্ণ এবং ১৬টি খণ্ড-বিখণ্ড মরদেহের সন্ধান পেয়েছেন।

রাজ্য সরকার এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে তার মধ্যে দু’জন নারী। এছাড়া কমপক্ষে চারজনের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে। মেক্সিকোতে মাদক পাচারকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে থাকে।