রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মে’কে ক্ষমতাচ্যুত করতে একাট্টা ৪০ এমপি

মে’কে ক্ষমতাচ্যুত করতে একাট্টা ৪০ এমপি

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
সানডে টাইমস সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায় যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ক্ষমতাচ্যুত করতে কনজারভেটিভ পার্টির ৪০ সংসদ সদস্য একমত হয়েছে। তারা বলেন মে’র ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।

৮ই জুনের নির্বাচনের পর থেকে তৃণমূল পর্যায় থেরেসা মে ও তার দল তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন যে তিনি ব্যাপক জনপ্রিয়তা নিয়েই জয়লাভ করেছেন। কিন্তু বর্তমান সংসদ সদস্যদের বিরোধিতা তার ক্ষমতাকে হুমকির মুখে ফেলেছেন।

গত কয়েক সপ্তাহের মধ্যে দুই মন্ত্রীর পদত্যাগ মে’কে আরো সংকটে ফেলেছে। প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন যৌন হয়রানী বিষয়ে ক্যালেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করেন। আন্তর্জাতিক উন্নয়ন সেক্রেটারী প্রীতি প্যাটেল ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করা সংক্রান্ত কারণে পদত্যাগ করেন। সরকারী কর্মকর্তারা জানান মে’র ক্ষমতা এই মুহূর্তে মারাত্মক হুমকির মুখে পড়েছে। রয়টার্স