শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মূল বেতনের ২০% বৈশাখী বোনাস পেলেন সরকারি চাকুরেরা

মূল বেতনের ২০% বৈশাখী বোনাস পেলেন সরকারি চাকুরেরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বোনাস পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সংক্রান্ত নোটিশ এরইমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

দেশে এই প্রথম বৈশাখের উৎসবে বোনাস পেলেন সরকারি চাকরিজীবীরা। যার ঘোষণা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ মার্চ) সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে। সূত্রটি জানায় এরই মধ্যে সরকারি চাকুরেদের কাছে বোনাসের চিঠি চলে গেছে।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদিত সরকারি চাকরিজীবীদের অষ্টম বেতন কাঠামোতে এই বৈশাখী বোনাস বা নববর্ষ ভাতা রাখা হয়। বৈশাখী বোনাস চালু হওয়ার ফলে এবার থেকে বছরে দুই ঈদ মিলিয়ে তিনটি উৎসবে ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।