রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মুস্তাফিজের বিকল্প হওয়ার যোগ্য নন বোল্ট!

মুস্তাফিজের বিকল্প হওয়ার যোগ্য নন বোল্ট!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: চলমান আইপিএলে টানা ১৫ ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। নামের পাশে যোগ করেছেন ১৬ উইকেটে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই কোনো না কোনোভাবে দলে অবদান রেখেছেন তিনি। শুক্রবার গুজরাট লায়ন্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে হঠাৎ সানরাইজার্স হায়দরাবাদের একাদশে নেই মুস্তাফিজ? চমকে ওঠার মতোই। দুর্দান্ত ফর্মে থাকা পেসারকে কেন বাদ দেয়া হলো?

আসলে ফর্মের কারণে নয়, হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট তাকে একাদশের বাইরে রেখেছে। মুস্তাফিজের পরিবর্তে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলেছেন ট্রেন্ট বোল্ট। শুরুর দিকটা অবশ্য ভালোই ছিল। কিন্তু ডেথ ওভারে পুরোপুরিই ব্যর্থ হয়েছেন কিউই পেসার। মুস্তাফিজের বিকল্প হওয়ার যোগ্য নন বোল্ট!

প্রথম স্পেলে দুই ওভারে বোল্ট দিয়েছিলেন ১৩ রান। দ্বিতীয়বার বল হাতে দুই ওভারে খরচ করেছেন দ্বিগুণ, ২৬ রান। দখলে নিয়েছেন একটি উইকেট। যেখানে (ডেথ ওভারে) প্রতিপক্ষকে চাপে রাখেন মুস্তাফিজ, সেখানে প্রতিপক্ষকে দু’হাত ভরে রান বিলিয়ে দিয়েছেন বোল্ট। এতেই প্রমাণ করে, টানা ১৫ ম্যাচে বোল্টকে বসিয়ে রাখা ছিল সঠিক সিদ্ধান্ত!

হ্যাঁ, চলতি আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন মুস্তাফিজ। সেই সংখ্যাটাও ছিল ৩৯! তবে বোল্ট তো এক ম্যাচেই খরুচে বোলার হিসেবে নিজেকে উপস্থাপন করলেন। মুস্তাফিজের অভাবটা যে মাঠেই অনুভব করছিলেন ডেভিড ওয়ার্নার, সেটা বোলিংয়ের সময় দলীয় অধিনায়কের চেহারায়ই ফুটে উঠেছিল।