শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মুসাফির ইশকুলের উদ্যোগে পথশিশুদের ঈদ সামগ্রী বিতরণ

মুসাফির ইশকুলের উদ্যোগে পথশিশুদের ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

স্টাফ রির্পোটার ॥
গাজীপুর: জয়দেবপুর রেলস্টেশনের মুসাফির ইশকুলে উদ্যোগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে পথশিশুদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২জুন) সকালে ‘শিশুদের ঈদ আনন্দ’ আনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা। মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা মুসাফির ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিরঞ্জন বিশ^াস, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বি.এম. হান্নান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ও গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইমদাদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসাফির ইশকুলের সিনিয়র সহ-সভাপতি মুন্নি আক্তার, যুগ্ন সম্পাদক আফরিনা উমির্, সদস্য আরিফুল ইসলাম, নিবির, ভাওয়াল আশরাফুল, ইমরান, সুমি, উম্মে আছিম, রিফাত, বাবু, সালাম প্রমুখ।
প্রায় ৪০-৫০ জন্য শিশুদের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধে বস্ত্র (প্যান্ট-শার্ট-জুতা-টুপি) ও খাদ্য সামগ্রী (দুধ-চিনি-সেমাই-নুডুলস) বিতরণ করা হয়।
মুসাফির ইশকুল’র প্রতিষ্ঠাতা মুসাফির ইমরান বলেন, আমরা চাই দেশের সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে। তিনি আরো বলেন, আমরা স্বপ্ন দেখি মুসাফির ইশকুল একদিন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সুবিধা বঞ্চিত শিশুরা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।