রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মুষলধারে বৃষ্টিতে সড়কে যানজট, বিপাকে নগরবাসী

মুষলধারে বৃষ্টিতে সড়কে যানজট, বিপাকে নগরবাসী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
সকাল হতে না হতেই রাজধানী জুড়ে শুরু হয় মুষলধারে বর্ষণ। এই বর্ষণের ফলে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এতে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই বৃষ্টিধারা। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মুষলধারে ঝরছে মেঘের অশ্রু। রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা। বৃষ্টি বেশি হোক বা মাঝারি, জলাবদ্ধতা হবেই। আর জলাবদ্ধতা মানেই চরম ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী আর অফিসগামী মানুষগুলোকে।

মেঘের অশ্রু বর্ষণ প্রকৃতিপ্রেমীরা উপভোগ করলেও নগরবাসীর জন্য যেন এটা যন্ত্রণা! কারণ, খোঁড়াখুঁড়ির এই নগরীতে বৃষ্টি শুধু দুর্ভোগ বাড়াতেই জানে।