শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মুম্বাইয়ে ভবনধসে ১১ জনের মৃত্যু

মুম্বাইয়ে ভবনধসে ১১ জনের মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের মুম্বাইয়ে ভবনধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ধসে পড়া ওই তিনতলা ভবনের নিচে আটকা পড়েছেন ১৭ জন। আজ মঙ্গলবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, শহরের মিউনিসিপ্যালিটি এই ভবনকে পুরাতন ও বসবাসের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তবে ভবনটি ছাড়তে অস্বীকৃতি জানান এর বাসিন্দারা। গত দুই বছরে একই শহরে আবাসিক ভবনধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
মুম্বাইয়ে বাড়ি-জমির মূল্য ও ভাড়া এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। ফলে শহরের অনেক বাসিন্দা পুরনো ও জীর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হন। এ ছাড়া শহরটির এক কোটি ৮০ লাখ মানুষের প্রায় ৬০ ভাগই বস্তি ও কাঁচা বাড়িতে বাস করেন। মুম্বাইয়ের ১৪ হাজারেরও বেশি বাড়ি ৭০ বছরেরও বেশি পুরনো।
ভারতীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, ২০০৮ সাল থেকে ২০১২ পর্যন্ত দেশটিতে ১০০ ভবনধসের ঘটনা ঘটে। এতে ৫৩ জনের মৃত্যু ও ১০৩ জন আহতের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভারতে অনেক ভবনধসের ঘটনা ঘটে।