জেলা প্রতিনিধি. সাতক্ষীরা ॥ দীর্ঘদিন অবহেলিত সাতক্ষীরার সুন্দরবনী জনপদের মানুষের প্রত্যাশিত রেল লাইনের কার্যক্রম শুরুর তোড়জোড় দেখে সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার ও প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল রোববার সকালে মুন্সীগঞ্জ (শ্যামনগর) টু নাভারণ রেল লাইনের প্রস্তাবিত স্থানগুলি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) এর প্রধান প্রকৌশলী কাজী রফিকুল আলম।
২০১০ সালে ২৩ জুলাই আইলা বিধ্বস্থ জনপদ শ্যামনগর পরিদর্শণকালে এইচ,সি পাইলট হাইস্কুল মাঠে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে রেল লাইন নির্মানের ঘোষণা দেন। কিছুটা বিলম্বে হলেও অবশেষে সে ঘোষনা বাস্তবায়নের পদক্ষেপ গতকাল থেকে শুরু হল। ১০০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই নতুন রেল লাইনে ৭ টি ষ্টেশন সহ নির্মান ব্যয় ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে। প্রকল্পের ফিক্সিবিলিটি, সার্ভে ও ডিজাইনের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১১ লাখ ৭৯ হাজার টাকা। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী কাজী রফিকুল আলম জানান, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ প্রকল্পটি অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধিতে সুন্দরবন একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। সুন্দরবন সন্নিকটে মুন্সীগঞ্জ থেকে যশোর নাভারণ পর্যন্ত শ্যামনগর, কালিগঞ্জ, পারুলিয়া, সাতক্ষীরা, কলারোয়া ও বাগআঁচড়ায় রেল বিভাগের পক্ষ থেকে ৭ টি ষ্টেশন নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই রেল লাইন নির্মান হলে এ অঞ্চলের মানুষের জন্য সম্ভবনার দ্বার খুলে যাবে। আগামী ১ বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ের সকল কাজ সেরে টেন্ডার আহবান করা সম্ভব হবে। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান (এমপি) বলেন, দেশের এ জনপদ কৃষি, চিংড়ী ও সুন্দরবনের জন্য বিখ্যাত। রেল লাইনের দাবীটি দীর্ঘদিনের। অচিরেই এ স্বপ্ন বাস্তবায়ন হবে। দেশের অর্থনীতিতে সুন্দরবন অঞ্চল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। দেশী বিদেশী পর্যটকদের উপস্থিতিতে এ অঞ্চল মুখরিত হয়ে উঠবে। সরকারের বিপুল পরিমান রাজস্ব বৃদ্ধি পাবে। পরিদর্শনকারীরা প্র¯তাবিত রেল লাইনের স্থানগুলি স্বরেজমিনে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, রেল বিভাগের কনসালটেন্ট হাবিব আহমেদ, ডিভিশনাল ইঞ্জিঃ (১), এ এফ,এম মাসুদুর রহমান, কনসালটেন্ট ইঞ্জিঃ (ব্রিজ), মাহবুবুর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক এমপি, এ.কে ফজলুল হক, উপজেলা সভাপতি এস,এম জগলুল হায়দার প্রমুখ।