শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মুন্সিগঞ্জের মেঘনায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, বহু নিখোঁজ

মুন্সিগঞ্জের মেঘনায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, বহু নিখোঁজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মুন্সীগঞ্জের কাছে মেঘনা নদীতে লঞ্চডুবিতে এ পর্যন্ত ৩৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনটি লাশ এবং দুইটার দিকে একটি লাশ উদ্ধার করা হয়। এদিকে রাত ১১টার দিকে তিনটি লাশ উদ্ধার করে ডুবুরিরা। এর আগে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ২৯টি লাশ উদ্ধার করা হয়েছিল।

এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। স্বজনদের খোঁজে নদীর তীরে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। উদ্ধার কাজের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেছে নিখোঁজ যাত্রীদের স্বজনরা।

তিন শতাধিক যাত্রী নিয়ে এম ভি মিরাজ-৪ নামের লঞ্চটি বৃহস্পতিবার ঢাকা থেকে শরিয়তপুরের সুরেশ্বরে যাওয়ার পথে বেলা সাড়ে ৩টা নাগাদ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।