সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > মুজিববর্ষে কর্মসংস্থান সৃষ্টিতে লালমনিরহাটে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ

মুজিববর্ষে কর্মসংস্থান সৃষ্টিতে লালমনিরহাটে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ

শেয়ার করুন

রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টিতে ৮ দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ শনিবার সকালে লোহাকুচি স্কুল এন্ড কলেজ হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়।

ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা আক্তার বানু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব রেকোয়ান পাটোয়ারি, শিক্ষক গোলাম রাব্বি রাফিউদ্দৌলা রয়েল, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক সবুজ আলী আপন, ক্রেডিট সুপার ভাইজার মো.মঈনুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ প্রমুখ।

প্রশিক্ষণ সমাপনীতে; ২০১৯- ২০ অর্থবছরের এলজিএসপি-৩ এর আওতায় ২৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে।

পরে সেখানে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, অটিজম ও তামাক প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।