স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের আপিল শুনানি আগামী ১৪ জানুয়ারি শুরু হবে।
বুধবার সকালে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নতেৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আপিল বিভাগের কার্যতালিকায় প্রথমেই ছিল এই জামায়াত নেতার মামলা।
এদিন আদালতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডবোকেট জয়নাল আবেদীন ও শিশির মুহম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
শুনানিতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আপিল শুনানির জন্য আগামী ফেব্রুয়ারি তারিখ নির্ধারণের আর্জি জানান। অ্যাটর্নি জেনারেল এর বিরোধীতা করে চলতি ডিসেম্বরেই তারিখ চান।
আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেন।