আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি প্রতিমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে গত নভেম্বর দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানে আটক করা হয়েছিল। গত মঙ্গলবার সৌদি ক্যাবিনেটে তাকে দেখা গেছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তিনি সৌদি আরবের অর্থমন্ত্রণালয়ে ১৯৯৬ সাল থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে গত বছর তিনি যোগ দেন সৌদির জাতীয় তেল প্রতিষ্ঠান আরামকো’র পরিচালনা পর্ষদে। স্পুটনিক
আসাফের বিরুদ্ধে মক্কায় গ্রান্ড মসজিদের সম্প্রসারণ প্রকল্প ও জমি ক্রয়ে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় গত ডিসেম্বরে তাকে মুক্তি দেওয়া হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার এবং তাদের ৮’শ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন সৌদি প্রিন্স রয়েছেন। এদের মধ্যে প্রিন্স মুতাইব বিন আব্দুল্লাহ যিনি সালমানের চাচাতো ভাই এবং ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন, তিনি ১ বিলিয়ন ডলার সরকারকে দিয়ে গত ডিসেম্বরে মুক্তি পান। আটক ব্যক্তিদের মধ্যে সৌদি বিলিয়নার ব্যবসায়ী ও প্রিন্স আওলাদ বিন তালাল ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আদেল ফাকেই অন্যতম।