বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেবে সরকার

মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেবে সরকার

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দেবে। শতভাগ চিকিৎসা দেয়া হবে। সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।

মঙ্গলবার সকালে একসঙ্গে রাজবাড়ী জেলা ও ৪টি উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় চলার পক্ষে রায় দিয়েছে, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অন্যদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কর্মকর্তা আনসার হক, আবুল হোসেন, আমজাদ হোসেন মন্টু, মহসিন উদ্দিন বতু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান প্রমুখ বক্তব্য রাখেন।