শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গুলি : নিহত ২৫

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গুলি : নিহত ২৫

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলামানদের নতুন সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীরা বলছে, নিহতরা রামদা জাতীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালানোয় দু’জন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হবার পর ঐ এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।

সরকারী কর্মকর্তারা বলছে, প্রায় ৫শ’ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে সৈন্যদের সাহায্যার্থে দু’টি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।

তবে, হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন প্রকাশিত ছবিতে ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে, যা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি।

মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ হিসেবে অভিহিত করছে। বিবিসি বাংলা।