বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশে ফের দাঙ্গা শুরু হয়েছে। এরই মধ্যে বৌদ্ধভিুরা সেখানে ৯৪ বছর বয়সী এক মুসলিম নারীকে হত্যা করেছে। তারা ৭০টিরও বেশি বাড়ি পুড়িয়ে দিয়েছে। গতকাল বিকালে উপকূলীয় শহর থান্ডি থেকে ২০ কিলোমিটার উত্তরে থাবিয়াচাইং গ্রামে নতুন করে সহিংসতা শুরু হয়। সেখানে আই চি নামে ৯৪ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করে বৌদ্ধভিুরা। পরে তিনি মারা যান। এ অবস্থায় মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ওই রাজ্য সফর করেছেন। রাখাইনে দাঙ্গা শুরুর পর এই প্রথমবার প্রেসিডেন্ট ওই রাজ্য সফরে যান। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে আরও বলা হয়, এক বছরেরও বেশি আগে মিয়ানমারে দাঙ্গা শুরু হয়। তারপর তা থেমে থেমে বিভিন্ন সময় চলতে থাকে। গতকাল রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে পৌঁছেন প্রেসিডেন্ট থেইন সেইন। তার আরও কয়েকটি শহর সফরে যাওয়ার কথা। রাখাইনে দাঙ্গা শুরু হয় গত বছর জুনে। তখন মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়। এ যাবৎ এ ঘটনায় কয়েক শ মানুষ নিহত হয়েছে। প্রায় দেড় লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর বেশির ভাগই মুসলমান। তাদের নিরাপত্তা দিতে প্রেসিডেন্ট থেইন সেইন ব্যর্থ হয়েছেন বলে তার বেশ সমালোচনা রয়েছে। সর্বশেষ যে দাঙ্গা চলছে তা শনিবার থান্ডি শহরে শুরু হয়। সেদিন বৌদ্ধ এক ট্যাক্সিচালক তার ট্যাক্সি পার্ক করার চেষ্টা করেন এক মুসলমান দোকানদারের দোকানের সামনে। তখন ওই ুদ্র ওই দোকানির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পুলিশ ওই মুসলিম দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর তাকে যখন ছেড়ে দেয়া হয় বৌদ্ধরা তখন তার বাড়িঘরে ইটপাটকেল ছুড়তে থাকে। রোববার কতগুলো বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এর ফলে জারি করা হয় কারফিউ।