শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের রায় ৩ সেপ্টেম্বর

মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের রায় ৩ সেপ্টেম্বর

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের বিরুদ্ধে আগামী ৩ সেপ্টেম্বর রায় ঘোষণা করবে দেশটির আদালত। সোমবার (২৭ আগস্ট) তাদের রায় ঘোষণার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করেছেন আদালত।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অপরাধ প্রমাণিত হলে তাদের ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

গত ডিসেম্বরে গোপন সরকারি নথিপত্র বহনের সময় ওয়া লোন ও কিয়াও সোয়ে ওকে আটক করে পুলিশ। তখন থেকেই তারা কারাবন্দি রয়েছেন। তবে তারা আনিত অভিযোগ অস্বীকার করে আসছেন।

তাদের আইনজীবী বলছেন, বিচার বিভাগ স্বাধীন হলে ও ন্যায়বিচার করলে তারা মুক্তি পাবেন।

ওয়া লোন জানিয়েছেন, তারা গণমাধ্যমের নীতিমালা মেনেই তাদের কাজ করেছেন।

তিনি বলেন, আমরা বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে শুধু সত্য বলার চেষ্টা করেছি।

২০১৭ সালের ২৪ আগস্ট রাতে তথাকথিত আরাকান স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরদিন থেকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করা হয় রোহিঙ্গাদের। তারপর থেকে রোহিঙ্গাদের সেই ঢল এখনও থামেনি।

বাংলাদেশে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এখনও প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। রাখাইনে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে নিপীড়নের মুখে গত কয়েক দশকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে আরও প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গাদের ওপর নেমে আসা কালো অধ্যায়ের এক বছরের মাথায় দুই সাংবাদিকের রায় ঘোষণা করবে মিয়ানমার।