আন্তর্জাতিক ডেস্ক ॥
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে রাখাইনের উত্তরাঞ্চলের মংগদু শহর থেকে ৩১ জনকে গ্রেফতার করলেও তাদের কোনো পরিচয় প্রকাশ করেনি। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে গ্রেফতারকৃতরা কিউক হ্যালোখা গ্রামে গোপন বৈঠক করছিল। তারা রোহিঙ্গা মুসলিম কি না সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া মিয়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে। মিজিমা
গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কিউক হ্যালোখা গ্রামে গোপন বৈঠকের স্থানটি ঘিরে ফেলে এবং ওই ৩১ সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা আদৌ কোনো সন্ত্রাসের সঙ্গে জড়িত রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।