শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিচার শুরু

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিচার শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ মুরসির বিচার শুরু করেছে দেশটির আদালত। ২০১২ সালে প্রেসিডেন্ট প্রাসাদের নিকট বিক্ষোভকারিদের হত্যার অভিযোগে মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের ১৪ নেতার বিরুদ্ধে এ বিচার চলছে। খবর বিবিসি।

খবর বলা হয়, এ পর্যন্ত মুরসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। গত চারদিন আগে অপর এক বিচারের শুনানিতে মুরসি চিৎকার করে বলেন, আমিই বৈধ প্রেসিডেন্ট।

গত বছরের জুলাই মাসে সামরিক অভুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। মুরসির সমর্থকরা দাবি করছেন তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক কিন্তু দেশটির কর্মকর্তারা বলছেন এ বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ।