শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মিশর সংকট : জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মিশর সংকট : জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

শেয়ার করুন

বাংলা ডেস্ক ॥
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মিসরীয়দের উদ্বেগ যৌক্তিক বলে বিশ্বাস করলেও সেনাবাহিনী কর্তৃক মুরসির ক্ষমতাচ্যূতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার জাতিসংঘের উপ-মুখপাত্র এডুয়ার্ডো ডেন বুয়েই বলেন, ‘মিশরীয়রা তাদের বিক্ষোভের মাধ্যমে চরম হতাশা ব্যক্ত করেছে এবং এটা যৌক্তিক। তবে শাসন ক্ষমতায় সামরিক হস্তক্ষেপ যে কোন দেশের জন্যই উদ্বেগের বিষয়।’

এএফপি’র এক খবরে এ কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জাতিসংঘের মহাসচিব মিশরের দ্রুত ঘটমান সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি মিশরের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সব সময় তাদের পাশে থাকবেন।’
বান কি-মুন উল্লেখ করেন, মিশর একটি জটিল ক্রান্তিকাল পার করছে। সেনাবাহিনী সংবিধান স্থগিত করেছে। দেশটির বর্তমান রাজনৈতিক দুর্যোগ ও অনিশ্চয়তা নিরসনে শান্ত, অহিংস ও সংলাপের পথ খোলা রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ডেল বুয়েই বলেন, ‘মিশরীয়দের উদ্বেগ নিরসনে যা জরুরি, তা হচ্ছে, মত প্রকাশ ও সমাবেশসহ তাদের মৌলিক অধিকার সংরক্ষণ।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের নীতি অনুযায়ী দ্রুত বেসামরিক শাসন প্রতিষ্ঠায় পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

মুখপাত্র আরো বলেন, ‘মিশরীয়রা বর্তমানের এই কঠিন সময় অতিক্রম করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে পারবে- এই প্রত্যাশায় বিশ্ব দেশটির পরবর্তী পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’