রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > মিশরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন জঙ্গিরা নিহত ১০

মিশরীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন জঙ্গিরা নিহত ১০

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মিশরীয় নিরাপত্তা বাহিনী সেন্টাল কায়রোর ২টি অ্যাপার্টমেন্টে অভিযানে নিহত হয়েছে ১০জন সন্দেহভাজন জঙ্গিরা। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

একটি বিবৃতিতে বলা হয়, ৯জন পুলিশ সদস্যসহ ৪জন পুলিশ কর্মকর্তা অভিযানে নিহত হয়েছে।

মিশরীরের সিনাই উপদ্বীপে মিশরের শূন্য সিনাই উপদ্বীপে আইএসের নেতৃত্বে শত শত সৈন্য ও পুলিশ নিহত হয়েছে। ২০১৩ সালের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত হওয়ার পর থেকে সাম্প্রতিক মাসগুলিতে হামলাগুলো মূলভূমিতে স্থানান্তরিত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, কর্তৃপক্ষরা তথ্য পেয়েছে কায়রোর উত্তর সিনাই থেকে জঙ্গিরা পালিয়েছে এবং হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

নিরাপত্তা বাহিনীর রয়টার্সকে জানায়, ‘একটি সন্দেহভাজন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে ভবন প্রবেশ করার সময় বাধা দায়।

ধরণা করা হচ্ছে, এই হাসাম সদস্য এই হামলাটি করছে।

উল্লেখ্য, গত বছর থেকে বিচারকরা ও পুলিশের লক্ষ্যবস্তুতে ছিল হাসাম সদস্যদের। মিশরের রাজধানী জুড়ে বেশ কয়েকটি হামালার দাবি করেছে হাসাম জঙ্গি সংগঠন।

সূত্রঃ রয়টার্স